কিছুদিন আগেই নিখোঁজ নুসরত জাহান এমন পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল বসিরহাটে।অনেকদিনই রাজনৈতিক মঞ্চে দেখা মেলেনি তার।এরপর আচমকাই রবিবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইট করলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)।

 

উল্লেখ্য,গত শুক্রবার বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ছোট ছোট ঘটনার দিকে তাকিয়ে থাকেন বিরোধীরা। এই ভাবে মানুষের মধ্যে ‘বিষ’ ছড়ায় ওই রাজনৈতিক দলগুলি। এ নিয়ে পাল্টা টুইট করেছেন নুসরত। প্রধানমন্ত্রীর মন্তব্যকে বাংলার কিছু ঘটনার প্রেক্ষিতে এনে ফেলেন তৃণমূল সাংসদ নুসরত। তাঁর কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চয়ই রাজ্য বিজেপির কথা বলছেন।’ লেখার শেষে মুখ চেপে হাসির ‘ইমোজি’ যোগ করেন নুসরত। উল্লেখ্য, বার বার রাজ্যে বিরোধীদের উপর রাজনৈতিক হিংসার অভিযোগ করে আসছে বিজেপি। বাংলা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও শোনা গিয়েছে ওই একই অনুযোগ। মোদীর মন্তব্যকে হাতিয়ার করে ওই প্রসঙ্গেই রাজ্য বিজেপিকে খোঁচা দেন নুসরত জাহান (Nusrat Jahan)।পরোক্ষে বোঝাতে চাইলেন, ‘ছোট ঘটনা’কে রাজনৈতিক হাতিয়ার করতে চায় গেরুয়া শিবিরই।

 

এদিন সাংসদের টুইটা করার পরই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনগের প্রশ্ন, ফের কি রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন সাংসদ? এতদিন কোথায় ছিলেন, সে প্রশ্নও তুলেছেন তারা।আবার কোনও কোনও নেটিজেন মনে করিয়ে দিচ্ছেন, নিখোঁজ পোস্টারের কথাও।

 

আরো পড়ুন:নNusrat Jahan:বসিরহাটের তারকা সংসদ নুসরত জাহানের ‘নিখোঁজ’ পোস্টার ঘিরে বিতর্ক