২৪ বছর বয়সী টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)।সাম্প্রতিক সময়ে তাঁর বেশ কিছু প্রতিপক্ষ জ্যাভলিনে ৯০ মিটারের বেশি ছুড়েছেন। তবে তা রাতের ঘুম নষ্ট করছে না নীরজের। বরং এ বিষয়ে তিনি জানিয়ে দিয়েছেন, তিনি এই বছরে সেই কাঙ্ক্ষিত ৯০ মিটার ক্লাবে নিজের জায়গা ঠিক পাকা করে নেবেন।

আগের সপ্তাহেই দোহায় ডায়মন্ড লিগে ৯৩.০৭ মিটার জ্যাভলিন ছুড়েছেন গ্রেনাদার অ্যাথলিট অ্যান্ডারসন পিটার্স। পাশাপাশি চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ জ্যাভলিন ছুড়েছেন ৯০.৮৮ মিটার। তাঁদের এই পারফরম্যান্স কি নীরজের (Neeraj Chopra) চাপ বাড়াচ্ছে?

আরও পড়ুন: India: তিরন্দাজিতে বিশ্বসেরা ভারত

সুত্রের খবর, এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ (Neeraj Chopra) বলেছেন, ‘‘পিটার্স এবং জাকুব যা করেছে, তা ওদের কঠোর প্রস্তুতির ফল। সেটা নিয়ে ভাবি না। তবে আমিও ৯০ মিটার জ্যাভলিন ছোড়ার স্বপ্ন দেখি। এই বছরই কোনও একটি প্রতিযোগিতায় সেই লক্ষ্যে পৌঁছেও যাব। নিজের উপরে কোনও চাপ তৈরি করতে চাই না।’’