৬ জুন ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022) কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু। ফলে হাতে রয়েছে মাত্র ১৬ দিন। তাই অনুশীলনে নেমে পড়ছে বাংলা দল।
শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে (সল্টলেক ক্যাম্পাস) অনুশীলন করলেন মনোজ তিওয়ারিরা। কোচ অরুণ লালের সামনে চলল সেই অনুশীলন। হাসপাতালে ভর্তি থাকায় আসতে পারেননি সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী। নেটে অনুশীলন চলল বাংলার ক্রিকেটারদের। তবে পুরো দলকে যে একসঙ্গে এখনই পাওয়া যাবে না তা আগেই জানিয়েছিলেন অরুণ লাল। অনেক ক্রিকেটার ব্যস্ত ক্লাবের খেলায়। বেশ কিছু ক্রিকেটার আইপিএল খেলছেন।
আরও পড়ুন: Babar Azam: ভাইকে অনুশীলনে নামিয়ে সমালোচিত বাবর
সুত্রের খবর, ২৭ মে বেঙ্গালুরু যাবে বাংলা দল। সেখানে দু’টি অনুশীলন ম্যাচ খেলবে তারা। আর সেই দুই ম্যাচের উপর জোর দিচ্ছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। তিনি বলেন, “বেঙ্গালুরুতে দু’টি অনুশীলন ম্যাচ খেলব আমরা। ওখানেই গোটা দলকে এক সঙ্গে পাওয়া যাবে।” (Ranji Trophy 2022)