শুক্রবার মুখোমুখি হয়েছিল রাজস্থান-চেন্নাই। ওই ম্যাচে ব্যাটে, বলে চেন্নাই সুপার কিংসের শেষটাও স্বস্তির হতে দিলেন না রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে ম্যাচটা নিয়ে চলে গেলেন তিনি। ফলে ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে ম্যাচের সেরা অশ্বিনই।

অশ্বিন (Ravichandran Ashwin) বল হাতে চার ওভারে ২৮ রান দিয়ে নেন একটি উইকেট। ডেভন কনওয়ের মতো ধ্বংসাত্মক ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। অশ্বিনের বল বুঝতে না পেরে এলবিডব্লিউ হন কনওয়ে। এর পর ব্যাট হাতেও দাপট দেখান অশ্বিন। রাজস্থানের প্রথম দিকের ব্যাটাররা ফিরে গেলেও হাল ছাড়েননি অশ্বিন। ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত টিকে থেকে রান তোলার চেষ্টা চালিয়েও যান। শেষ ওভারে রাজস্থানকে ম্যাচ অশ্বিনই জেতান।

আরও পড়ুন: Shikhar Dhawan: ‘আরও তিন বছর খেলব’, জানালেন শিখর

এই জয়ে ইডেনে রাজস্থানের খেলা নিশ্চিত হয়ে গেল। প্লে-অফের টিকিটও পেয়ে গেল রাজস্থান। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল তারা। গুজরাতের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে খেলবেন অশ্বিনরাই (Ravichandran Ashwin)।