এবার নবান্নে (Nabanna) মুখোমুখি হতে চলেছেন মমতা-শুভেন্দু। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।উপলক্ষ “লোকায়ুক্ত, তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের জন্য ডাকা বৈঠক”।
রীতি অনুযায়ী, এই ধরনের সাংবিধানিক পদে নিয়োগের বিযয়ে সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ও বিধানসভার স্পিকারকে নিয়ে গঠিত কমিটি। কেন্দ্রের ক্ষেত্রে কমিটিতে থাকেন প্রধানমন্ত্রী, লোকসভায় বিরোধী দলের নেতা এবং লোকসভার স্পিকার। দিল্লিতে ইদানীং এই ধরনের বৈঠকগুলি হয় প্রধানমন্ত্রীর বাসভবনের অফিসে। রাজ্যের ক্ষেত্রে এই প্রথম বার বিধানসভা চত্বরের বাইরে বেরিয়ে নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর দফতরে এই বৈঠক বসতে চলেছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ”মুখ্যমন্ত্রী নবান্নে তাঁর দফতরে বৈঠকটি ডাকতে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধে সম্মান জানিয়েই নবান্নে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।”
বিধানসভা থেকে এখন অনির্দিষ্ট কালের জন্য নিলম্বিত বিরোধী দলনেতা শুভেন্দু। বিধানসভায় বৈঠক ডাকলে তাঁর পক্ষে উপস্থিত থাকা সম্ভব হত না। তাই যাতে বৈঠকে বিরোধী দলনেতার উপস্থিত থাকতে কোনও বাধা না থাকে, সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী স্পিকারকে নবান্নে (Nabanna) বৈঠক করার প্রস্তাব দিয়েছেন বলে একটি সূত্রের বক্তব্য। ফলে, সব ঠিক থাকলে বিধানসভা নির্বাচনের পর এই প্রথম মুখোমুখি বৈঠকে বসতে পারেন মমতা ও শুভেন্দু। যা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে নিঃসন্দেহে একটি বিশেষ তাত্পর্যপূর্ণ ঘটনা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরো পড়ুন:Subhendu : বৈঠকে যোগ দেওয়ার জন্য নবান্নে আমন্ত্রণ শুভেন্দুর