বর্তমানে এসএসসি দুর্নীতি ও সিবিআই তদন্ত ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।তার মধ্যে তৃণমূলকে কটাক্ষ করে বক্তব্য পেশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

 

কংগ্রেস নেতার বক্তব্য , “আমি যদি চুরি না করি ভয় কীসের আমার?মানুষের টাকা চুরি করেছে। আবার যাতে সেই চুরি ধরা না পরে, সেই জন্য সেই মানুষের টাকায় কোর্টে গিয়ে তার হাত থেকে মুক্তি পেতে চাইছে। এটাই বাংলার মা মাটি মানুষের সরকারের নতুন নমুনা। ঘাড় ধাক্কা দিয়ে এগুলোকে গরাদে ভরে দেওয়া দরকার। আমি মুখ্যমন্ত্রী হলে এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে গরাদে ভরে দিতাম।”

 

সম্প্রতি, SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI দফতর নিজাম প্যালেসে গত বুধবার প্রায় পৌনে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালায় CBIএরপরই শুক্রবারই পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং আগামী ২৫ মে ফের এই মামলায় তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে।অন্যদিকে, গত বৃহস্পতি ও শুক্রবার মোট ১৩ ঘন্টা CBI জিজ্ঞাসাবাদ চালায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। তারপরও আজও আবারও সকাল ১০ টায় পরেশ অধিকারীকে তলব করে CBI।

 

আরো পড়ুন:Adhir Ranjan Chowdhury:পাকিস্থানে হিন্দুদের ফিরে যাওয়ার প্রসঙ্গ টেনে অমিত শাহকে চিঠি অধীরের