এবারের আইপিএলের শুরুতেই হারের হ্যাটট্রিক হয়েছিল চেন্নাইয়ের (CSK)। আবার, চেন্নাই মরসুমটা শেষ করল হারেরই হ্যাটট্রিক দিয়ে। মুম্বাই, গুজরাতের পর শেষ ম্যাচে শুক্রবার রাজস্থান রয়্যালসের কাছেও হেরে গেল তারা। সঞ্জু স্যামসনের দল জিতল ৫ উইকেটে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেল রাজস্থান। লখনউ নামল তিনে। ফলে ২৪ মে ইডেনে গুজরাতের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে নামবে রাজস্থানই।

ওই দিন ম্যাচে চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে রাজস্থানকে জেতালেন রবিচন্দ্রন অশ্বিন। ১৫১ রান তাড়া করতে নেমে যশস্বী জায়সবাল বাদে রাজস্থানের কোনও ব্যাটার রান পাননি। প্রথম সারির ব্যাটাররা সবাই ব্যর্থ। এই অবস্থায় মাঝের সারিতে একটু আগেই নামিয়ে দেওয়া হয় অশ্বিনকে। মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে দলকে জেতালেন অশ্বিন। ২৩ বলে ৪০ রানে অপরাজিত থাকলেন তিনি।

আরও পড়ুন: Ravichandran Ashwin: চেন্নাই-রাজস্থান ম্যাচে, সেরা রবিচন্দ্রন অশ্বিন

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের (CSK) অধিনায়ক ধোনি।শুরুতেই বিপদে পড়ে চেন্নাই। প্রথম ওভারেই রুতুরাজ গায়কোয়াড়কে হারায় তারা। তবে এর পর চেন্নাইকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন ডেভন কনওয়ে এবং মইন আলি। দ্বিতীয় উইকেটে ওঠে ৮৩ রান। এর মধ্যে বেশিরভাগ রানই মইনের। রাজস্থানের বোলারদের উপর চড়াও হন ইংল্যান্ডের ব্যাটার। বিশেষ করে বোল্টের বল নিয়ম করে মাঠের বাইরে ফেলতে থাকেন মইন। আইপিএলের শেষ ম্যাচে জ্বলে উঠলেন তিনি। কনওয়ে ১৬ রানের ফেরার পরেই নারায়ণ জগদীশনকে এবং অম্বাতি রায়ডুকেও হারায় চেন্নাই।