নির্বাচনে হেরে গেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। মরিসনের দল কনজারভেটিভ পার্টি কে সরিয়ে এবার অস্ট্রেলিয়ায়(Australia) শাসন ক্ষমতায় আসছে লেবার পার্টি। জানা যাচ্ছে জলবায়ু পরিবর্তন, মহিলাদের একাধিক ইস্যু এবং দুর্নীতি দমন নিয়ে ভোটারদের কাছ থেকে বেশি ভোট জোগাড় করতে পারেনি মরিসনের কনজারভেটিভ পার্টি।
স্কট মরিসন এর জায়গায় লেবার পার্টির হয়ে অস্ট্রেলিয়ার(Australia) মসনদে বসতে চলেছেন অ্যান্টনি অ্যালবানিস। জানা যাচ্ছে ১৫১ টি আসনের সংসদে ৭২ টি আসন পেয়ে লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
২০১৩ সালের পর থেকে স্কট মরিসন এর কনজারভেটিভ পার্টি প্রায় নয় বছর একটানা ক্ষমতায় ছিল। তার মধ্যে তিন বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী পদে দায়িত্ব সামলেছেন স্কট মরিসন নিজেই।
জনমত সমীক্ষার প্রাথমিক পর্যায়ে মরিসনের কনজারভেটিভ পার্টি এগিয়ে থাকলেও করোনা মহামারীর সময় দেশ চালানো নিয়ে, জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি কি করেছেন এই বিষয়ে জনরোষের শিকার হন স্কট মরিসন। এছাড়াও অস্ট্রেলিয়ার(Australia) একের পর এক দাবানলের ঘটনার পরে মরিসনের পার্টির আগের মতোই গ্রহণযোগ্যতা থাকবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়।
জানা যাচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণের পর নতুন প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস কোয়াড বৈঠকে যোগ দেবেন। সেই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।