শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে স্কুলের চাকরি হারিয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) কন্যা অঙ্কিতা অধিকারী।কিন্তু এর পরেই সোশ্যাল মিডিয়ায় পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর একটি ছবি পোস্টকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।এমনকি রাজনৈতিক মহলে ও কটূক্তির শিকার হতে হচ্ছে পরেশ কন্যাকে।কিন্তু কি এমন পোস্ট করেছেন তিনি?
মন্ত্রীকন্যার যে পোস্টটি সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সবুজ রঙা এক শাড়ি পরে দাঁড়িয়ে তিনি। ফেসবুকে প্রোফাইল পিকচার আপডেট করেছিলেন অঙ্কিতা। যার ক্যাপশনে লেখা, `Honesty is the best policy.।’ অর্থাত্ ‘সততাই মহত্ গুন’। এই পোস্ট নিয়েই এখন ঝড় উঠেছে নেটমাধ্যমে। শুরু হয়ে গিয়েছে ট্রোলিংও।
মূলত দুর্নীতি কাণ্ডে নাম জড়াতেই চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি এতদিন চাকরি করে যে বেতন মন্ত্রী কন্যা পেয়েছিলেন, দুই কিস্তি সমস্তটা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। এসবের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অঙ্কিতা অধিকারীর শেয়ার করা একটি পুরনো পোস্ট।
প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary) ও কন্যা অঙ্কিতা অধিকারীর নাম জড়ানোর পরই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে, যিনি মামলা করেছিলেন সেই ববিতা সরকার এখন আন্দোলনের নয়া মুখ হয়ে উঠেছেন। তিনি যেভাবে প্রবল জেদ এবং সাহসিকতায় ভর করে দীর্ঘদিন লড়াই চালিয়ে এই দুর্নীতির মুখোশ খুলতে সক্ষম হয়েছেন, সে জন্য ধন্য ধন্য করছে সাধারণ মানুষ।
আরো পড়ুন:Paresh Adhikari:স্কুলের চাকরি থেকে বরখাস্ত পরেশ কন্যা