নিজস্ব ছন্দে ফিরছেন বিরাট কোহলী (Virat Kohli)। ফের রানে ফিরলেন তিনি। বৃহস্পতিবার ৭৩ রানের ইনিংস খেলে দলকে জেতাতে এবং প্লে-অফের দৌড়ে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন তিনি। গুজরাতকে আট উইকেটে হারিয়ে ইডেন গার্ডেন্সে প্লে-অফ খেলতে আসার সম্ভাবনা এখনও জিইয়ে থাকল আরসিবি-র।
ওইদিন প্রথম থেকেই ভালো ছন্দে দেখা যাচ্ছিল কিং কোহলীকে (Virat Kohli)। এমনকি ফিল্ডিং করতে নেমেও তাঁকে যথেষ্ট সপ্রতিভ লাগছিল। গুজরাতের প্রতিটি উইকেট পতনের সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠছিলেন তিনি। বেঙ্গালুরুর কাছে এই ম্যাচ ছিল মরণ-বাঁচন। ফলে টিকে থাকতে ব্যাট হাতে ভালো খেলতেই হত।
আরও পড়ুন: Musa Yamak: ম্যাচ চলাকালীনই মর্মান্তিক মৃত্যু বক্সারের
বৃহস্পতিবারের ওই ম্যাচে দুর্দান্ত শুরুটা করেছিলেন কোহলী (Virat Kohli)। আক্রমণাত্মক খেলছিলেন। প্রতিটি শটে ছিল আত্মবিশ্বাসের ছাপ। ম্যাচ শেষ করেও আসতে পারেন। কিন্তু রশিদ খানের বলের ঘূর্ণি বুঝতে পারেননি। ফলে এগিয়ে এসে মারতে গিয়ে আউট হয়ে যান। ততক্ষণে অবশ্য দলের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। ফলে আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে বেঙ্গালুরু-গুজরাত ম্যাচের সেরা বিরাট কোহলীই।