আজ শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চের তরফ থেকে ডিএ (DA) মামলায় রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ দেয়।
জানা যায় আজ বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেই, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ (DA) মেটাতে হবে।এদিকে আদালতে রাজ্য জানায়, তহবিলে টাকা নেই বলে উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ।
শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে বলেছে, ‘মহার্ঘ ভাতা (রাজ্য সরকারি কর্মচারীদের) আইনত অধিকার, মৌলিক অধিকার।’ তাই স্যাটের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট।
উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতই ৩৪ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা (ডিএ) দেওয়ার নির্দেশ দেয় স্যাট। তারই বিরুদ্ধে তহবিলে টাকার সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করে আদালতে যায় রাজ্য সরকার। তারই প্রেক্ষিতে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ স্যাটের রায় বহাল রেখেছে। সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন:SSC:এসএসসির নিয়োগ দুর্নীতি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের চেষ্টা