এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।দফায় দফায় বিক্ষোভের সমাবেশ রাজনৈতিক মহল থেকে শুরু করে যুব ছাত্র-ছাত্রীদের মধ্যে।এই অবস্থায় বিক্ষোভের আঁচ শুক্রবার পৌঁছে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছে।
এসএসসি (SSC) দুর্নীতিতে যুক্তদের দ্রুত শাস্তির দাবি ও প্যানেলভুক্তদের দ্রুত নিয়োগের দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না কর্মসূচি নিয়েছিলেন AIDSO কর্মীরা। কিন্তু মিছিল হাজরা মোড়ের কাছে এলেই তা আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারী ও পুলিশের ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল হাজরা মোড়ে।
অন্যদিকে আবার বিজেপি-র যুবমোর্চার কর্মীরা সল্টলেকের করুণাময়ীতে এসএসসি ভবন অভিযানের কর্মসূচি নিয়েছিল। সেখানেও পুলিশ বিজেপির বিক্ষোভকারীদের এসএসসি (SSC) ভবনের কাছে ঘেঁষতে দেয়নি বলে জানা যায়।আর তার ফলে রণক্ষেত্রের আকার ধারণ করে সল্টলেক চত্ত্বর।
আরো পড়ুন:Subhendu: এসএসসির নিয়োগে দুর্নীতি নিয়ে শুভেন্দুর তোপ