রমেশ পাওয়ারের (Ramesh Powar) বিশ্বকাপের ব্যর্থতার পর কোচের পদে থাকা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ থেকে গেলেন তিনিই। আবার ভারতীয় ক্রিকেট বোর্ড ভরসা রাখল ভারতীয় দলের প্রাক্তন স্পিনারের উপরই।
বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের পর পাওয়ারকে (Ramesh Powar) সরিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল।ভারতীয় মহিলা দলের কোচ কে হবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। বোর্ডের একটি সূত্রের দাবি ছিল, প্রাক্তন কোচ ডব্লু ভি রামনকেই ফের দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু কোচ পরিবর্তনের সহজ রাস্তায় হাঁটল না বিসিসিআই। বরং পাওয়ারের কোচিংয়ে মহিলা দলের সামগ্রিক উন্নতিতে খুশি বোর্ড কর্তারা।
আরও পড়ুন: MS Dhoni: পরের বছরেও আইপিএলে খেলবেন ধোনি
সুত্রের খবর, বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ‘‘আরও এক বছরের জন্য পাওয়ারই (Ramesh Powar) ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ থাকছেন। আগামী দিনেও তিনি মহিলা ক্রিকেটারদের নিয়ে কাজ চালিয়ে যাবেন।’’