শেষ মুহূর্তে হেরে আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল কেকেআর (KKR)। কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে শ্রেয়স আয়ারদের। কিন্তু তার পরেও দুঃখ পাননি কেকেআর অধিনায়ক শ্রেয়স। তাঁর দুঃখ ভুলিয়ে দিয়েছেন রিঙ্কু সিংহ।

সুত্রের খবর, কেকেআর (KKR) অধিনায়ক শ্রেয়স ম্যাচ শেষে বলেন, ‘‘আমি একটুও দুঃখ পাইনি। আমার জীবনের অন্যতম সেরা ম্যাচ খেললাম। যে ভাবে আমরা লড়াই করেছি তা এক কথায় অসাধারণ। যে ভাবে রিঙ্কু শেষ পর্যন্ত আমাদের জয়ের কাছে নিয়ে গিয়েছিল তার তুলনা নেই। কিন্তু দুর্ভাগ্য যে ও শেষ করতে পারল না। নইলে ম্যাচের হিরোর মর্যাদা পেত। শেষ মুহূর্তে আউট রিঙ্কু মেনে নিতে পারেনি। কিন্তু ও যে ভাবে খেলেছে তাতে আমি ওর জন্য খুব খুশি।’’

আরও পড়ুন: KKR : লখনউয়ের কাছে পরাজিত হয়ে প্লে অফ থেকে ছিটকে গেল কলকাতা

পাশাপাশি শ্রেয়স আরও বলেন, ‘‘আমাদের জন্য মরসুম ভাল যায়নি। ধারাবাহিক ক্রিকেট খেলতে পারিনি। টানা পাঁচ ম্যাচ হেরেছি। ব্যক্তিগত ভাবে আমি মনে করি দলে অনেক বদল হওয়ায় সমস্যা হয়েছে। কিন্তু চোট ও ফর্মের জন্য বদল করতে বাধ্য হয়েছি। অবশ্য তার ফলে রিঙ্কুর মতো প্লেয়ারের আসল রূপ দেখতে পেয়েছি। কখনও আতঙ্কিত হইনি। প্লে-অফে উঠতে না পারায় খারাপ লাগছে। কিন্তু দল যে ভাবে লড়াই করেছে তাতে গর্বিত।’’