বর্তমানে এক আলোচনার নাম হয়ে উঠেছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।এবার সরাসরি তার টুইটকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কি এমন লিখেছেন তিনি?জানা যায় এবার সরাসরি নিজের লক্ষ্যপূরণ করতে কষ্ট করতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। তবে কিসের লক্ষ্যপূরণ তা খোলসা করে বলেননি তিনি।

সূত্রের খবর আজ, বৃহস্পতিবার তিনি টুইট করেছেন। সেখানে বিজেপি সাংসদ লেখেন, ‘‌চলার পথে শক্ত পাথর সামনে আসবেই, পায়ে কাঁটা ফুটবেই। কিন্তু লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।’ কিন্তু লক্ষ্যটি কী?‌ কোথায় পৌঁছতে চাইছেন তিনি?‌ সেখানে পৌঁছতে পায়ে কাঁটা ফুটবে কেন?‌ এইসব প্রশ্নের উত্তর অবশ্য তিনি খোলসা করেননি।

উল্লেখ্য পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতায় গোড়া থেকেই সুর চড়িয়েছেন অর্জুন সিং (Arjun Singh)। একাধিকবার দিল্লি গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। তারপরও অবশ্য সোশ্যাল মিডিয়ায় তিনি লাগাতার সুর চড়িয়ছেন।এদিকে বুধবার অর্জুন সিংয়ের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছিল।তারপর ফের বৃহস্পতিবারও তার টুইটকে কেন্দ্র করে বিতর্কের ডানা বেঁধেছে রাজনৈতিক মহলে (Arjun Singh)।

 

আরো পড়ুন:Arjun Singh : বাম নেতার বাড়িতে গেলেন অর্জুন সিং