আইপিএলের এই মরসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন ঈশান কিষান (Ishan Kishan)। আইপিএলের এই মরসুমে সব থেকে বেশি, ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে মুম্বাই। গত মরসুমে তিনি দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু এ বার ব্যাট হাতে ভালো খেলতে পারেননি তিনি। যদিও নিজের খেলা নিয়ে সাফাই দিলেন ঈশান।

আইপিএলের এই মরসুমে ১৩ ম্যাচে ৩৭০ রান করেছেন ঈশান (Ishan Kishan)। গড় ৩০.৮৩। তিনটি ম্যাচে করেছেন অর্ধশতরান। মুম্বাইয়ের হয়ে রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। কিন্তু ঈশানের কাছে যে ক্রিকেট রোহিত শর্মারা আশা করেছিলেন তা হয়নি।

আরও পড়ুন: Tamim Iqbal: শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান তামিমের

সুত্রের খবর, ঈশান (Ishan Kishan) বলেন, ‘‘বিশ্বের সেরা ক্রিকেটাররাও কোনও সময়ে খেলতে সমস্যায় পড়েন। আমি ক্রিস গেলের মতো ক্রিকেটারকেও সমস্যায় পড়তে দেখেছি। প্রতিটা ম্যাচ নতুন। প্রতিটা দিন আলাদা। বিপক্ষ বোলাররা আপনার জন্য পরিকল্পনা করবেই। তাই কোনও সময় খেলতে সমস্যা হয়। সেটা ভাবলে চলবে না।’’