রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজে রাজ্যের পাওনা টাকা ৫ মাস ধরে বকেয়া রেখেছে।আর এরজন্য দলীয় কর্মীদের ধর্না দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)জানালেন, ‘কেন্দ্রীয় সরকার কোন কৃষক বিরোধী, কোনো শ্রমিক বিরোধী, কোনো দরিদ্র মানুষ বিরোধী, বেঁচে থাকার জন্য যার ১০০ দিনের কাজ ছাড়া, অন্য কোন সঙ্গতি নেই, তার বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মিটিং হল। কিছু কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হলো। আমরা দেখতে পেলাম সৌহার্দ্যপূর্ণ আচরণ, আলোচনা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে ফিরেই সমস্ত দায় তিনি কেন্দ্রের উপরে চাপিয়ে দিচ্ছেন।’
তিনি আরও জানান, ‘প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে মানুষ বঞ্চিত হচ্ছে। মানুষকে মুক্তি দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু এই সরকার নিয়োগে স্বচ্ছতা আনতে পারছে না, বিনিয়োগ আনতে পারছে না, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারছে না। এই সরকার প্রত্যেকের বাড়িতে পানীয় জল সঠিকভাবে পৌঁছে দেবার ব্যবস্থা করতে পারছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দুর্নীতিমুক্ত ভাবে পৌঁছে দিতে পারছেন না। তৃতীয়বার জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীদের উদ্ধত্য, পঞ্চায়েত কর্মীদের উদ্ধত্য, দখলদারি চরমে পৌঁছে গেছে।’
আরো পড়ুন:Birbhum:ফের রাজ্যে আক্রান্ত বিজেপি নেতা, অভিযোগের তীর তৃণমূলের দিকে