মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata) ঘোষণা করলেন রাজ্যের সাইকেল হাবের কথা।

জঙ্গলমহল সফরের প্রথম দিনে ছিল পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা।

সভা থেকেই একাধিক কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন এই প্রশাসনিক সভা থেকেই তিনি।ঘোষণা করলেন রাজ্যের সাইকেল হাবের কথা।

খড়গপুরেই তৈরি হতে চলেছে এই সাইকেল তৈরির কারখানা।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে বাংলাতেই তৈরি হবে সবুজসাথী সাইকেলের যন্ত্রাংশ, যা এতদিন ভিন রাজ্য থেকে আসত।

কার্যত রাজ্যে তৈরি হতে চলেছে একটি সাইকেল কারখানা। স্বাভাবিকভাবেই সাইকেল তৈরির কারখানা হলে যে কর্মসংস্থান হবে সে ব্যাপারে নিশ্চিত মুখ্যমন্ত্রী।

পশ্চিম মেদিনীপুরের মহকুমা শহর খড়গপুরে সাইকেল তৈরির কারখানাটি হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata)। ইতিমধ্যে জমিও চিহ্নিত করা হয়েছে।

স্বাভাবিকভাবেই বাংলায় সাইকেল কারখানার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী অত্যন্ত খুশি ।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে সাইকেল কারখানা তৈরির ঘোষণা যে অত্যন্ত উল্লেখযোগ্য, সে কথা নিশ্চিতভাবে বলা যায়।

ক্ষমতায় আসার পর স্কুলছুট আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। ২০১৫ সালে রাজ্যে জঙ্গলমহলের ছাত্রীদের সাইকেল বিলি করা হয়।

সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে সাইকেল ব্যবহারে এগিয়ে বাংলা। পড়ুয়াদের স্কুলমুখী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সবুজ সাথী’ প্রকল্পকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

পাশাপাশি প্রশ্ন উঠছে যেখানে ন্যানো ফিরে গেল, যেখানে শিল্প তালুকগুলোর অবস্থা একেবারে আইসিইউতে চলে গেছে, সেখানে

সাইকেলের কারখানা তৈরি করে রাজ্যে বৃহত্‍ শিল্পের বিরাট বিপ্লব আনতে পারবেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গেই এই প্রশ্ন শিল্পমহল এ উঠতে শুরু করেছে ।