মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বারো ভাটিয়া এলাকায় চা চক্রে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
ঠিক কী বলেছেন বিজেপি সাংসদ? আজ, মঙ্গলবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী সফরে আসছেন সে ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ‘আমি এখানকার সাংসদ হিসেবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি। শুধু প্রতিশ্রুতি নয়, কাজ করে দেখান। অনেক প্রতিশ্রুতি শুনেছি। লোকে বলছে প্রতিশ্রুতি দিদি। উনি দু’চার মাস এলে রাস্তাগুলি ভালো হয়। খানাখন্দ বন্ধ করা হয়।’
সাংসদের সঙ্গে কী মুখ্যমন্ত্রীর সাক্ষাত্ হবে? এই বিষয়ে সরকারি স্তর থেকে কেউ কোনও মন্তব্য করতে চাইছেন না। কারণ সূত্রের খবর, এখানের প্রশাসনিক সভা এবং খড়্গপুরেই সাইকেল কারখানা সম্পর্কে ঘোষণার ক্ষেত্রে আমন্ত্রণ করা হয়নি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। তবে হঠাত্ তাঁকে ডেকে নেওয়াও হতে পারে। আর তা যদি হয় তাহলে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে যাবে।
আরো পড়ুন:Dilip Ghosh:’অমাবস্যার চাঁদের মতো গায়েব’ হটাৎ কোন প্রসঙ্গে এমন মন্তব্য দিলীপের