সকাল সকাল নিখোঁজ নুসরত জাহান (Nusrat Jahan) এমনই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বসিরহাটে।কিন্তু কারণ টা কি? কোথায় কিভাবে নিখোঁজ হলেন তিনি?ঠিক কী লেখা আছে পোস্টারে?‌

 

জানা যায় যে পোস্টার দেখা গিয়েছে তাতে লেখা রয়েছে, ‘‌বসিরহাটের এমপি নুসরত জাহান নিখোঁজ, সন্ধান চাই। প্রতারিত জনগণ। প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ।’‌ তৃণমূল কংগ্রেস সাংসদের নামে এমন পোস্টার দেখে তৃণমূল কংগ্রেসের অন্য অংশ তা রাতারাতি সরিয়ে ফেলে। কিন্তু দলের সাংসদের বিরুদ্ধে দলের একটা অংশের কর্মীদের এই পোস্টার ফেলায় জোর চর্চা শুরু হয়েছে।

 

তবে কেন এমন পোস্টার পড়ল?‌ এই বিষয়ে দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন, ‘‌গত ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বসিরহাটের সাংসদ ছিলেন হাজি নুরুল ইসলাম। এলাকার উন্নয়ন-সহ সব কাজে সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীরা তাঁকে পেয়েছেন। কিন্তু এখন তৃণমূল সাংসদকে পাওয়াই যায় না। তাই এলাকার মানুষ এই ধরনের পোস্টার দিয়েছে।’‌তবে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ নুসরত জাহানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি যে তৃণমূলের কাছে অত্যন্ত অস্বস্তিজনক, তা নিয়ে কোন সন্দেহ নেই।

 

আরো পড়ুন:Mamata : জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা