ক্ষমতায় আসার পরেই বারংবার ডিজিটাল ইন্ডিয়ার গুরুত্ব প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Modi)। এইবার ডিজিটাল ইন্ডিয়াকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে ‘ফাইভ-জি’র পর চলতি দশকের শেষেই ‘সিক্স-জি’ ইন্টারনেট ব্যবহার করবে ভারত। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই উপলক্ষে ইতিমধ্যে একটি টাস্কফোর্স কাজে নেমে পড়েছে। জানা যাচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অথবা TRAI এর রূপক জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী(Modi) উপস্থিত হন। সেখানে ট্রাই এর ফাইভ-জি টেস্ট বেডের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের নিজস্ব ফাইভ-জি পরিমাপক বানানো হয়েছে, তার নাম ফাইভ-জি-আই। এটা দেশের কাছে গৌরবের বিষয়। দেশের প্রতিটি গ্রামে ফাইভ-জি ইন্টারনেট পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফাইভ-জি ইন্টারনেট দেশের শাসনব্যবস্থাতেও ভীষণভাবে উপযোগী হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সাহায্য করবে এটি। এর ফলে প্রচুর নিয়োগও হবে।’

মঙ্গলবার ট্রাই এর রূপক জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে টেলিকম সেক্টর সম্পর্কেও কথা বলেন প্রধানমন্ত্রী(Modi)। তিনি বলেন, ‘কীভাবে আত্মনির্ভরতা এবং সুস্থ প্রতিযোগিতা একটি সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলে, টেলিকম সেক্টর তার প্রকৃষ্ট উদাহরণ। টু-জি জমানার দুর্নীতি, স্লথ গতি থেকে বেরিয়ে দ্রুতই দেশ থ্রি-জি থেকে ফোরজি এবং এখন ফাইভ-জি-সিক্সজিতে পা দিতে চলেছে।’

এছাড়াও টেলিকম সেক্টরের অগ্রগতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান,’আজ আমরা টেলি-ঘনত্ব এবং ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা অনুযায়ী দ্রুততম হারে এগোচ্ছি। টেলিকম ছাড়াও অন্যান্য সেক্টরের এতে অগ্রণী ভূমিকা আছে।’