ইউক্রেনের পর তবে কি এবার ফিনল্যান্ডে আক্রমণ করতে চলেছে রাশিয়া? সম্প্রতি ফিনল্যান্ড(Finland) ন্যাটো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বভাবতই ফিনল্যান্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রাশিয়া। পাশাপাশি সোমবার ফিনল্যান্ডের সীমান্তে রুশ সুখোই যুদ্ধবিমানের মহড়া শুরু হওয়ার পরে আশঙ্কা তৈরি হয়েছে যে এবার ইউক্রেনের পর ফিনল্যান্ডে হামলা করতে পারে রাশিয়া।

ফিনল্যান্ডের এ সিদ্ধান্তের পর রুশ উপ বিদেশমন্ত্রী সের্গেই রয়বকভ বলেছেন, ‘ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত নিয়ে মারাত্মক ভুল করেছে ফিনল্যান্ড।’

সোমবার ফিনল্যান্ডের(Finland) প্রধানমন্ত্রী সান্না মারিন সে দেশের পার্লামেন্টে বক্তৃতায় ন্যাটো জোটে যোগদানের জন্য আবেদনের কথা জানিয়েছেন। সান্না মারিন এর কথায় অবিলম্বে ন্যাটো জোটে যোগ দিতে আবেদন জানাবেন তারা। জানানো হয়েছিল সোমবার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে আবেদন জানানো হতে পারে।

ফিনল্যান্ডের(Finland) ন্যাটো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত রাশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে এমনটাই মনে করছেন রাশিয়ার সরকার। ন্যাটো জোটে যোগ দেওয়ার বিষয়ে সম্প্রতি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নীনিস্তো এবং প্রধানমন্ত্রী সান্না মারিনের যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সে বিবৃতিতে বলা হয়েছে, ‘ন্যাটোর সদস্যপদ ফিনল্যান্ডের নিরাপত্তা আরও জোরদার করবে। পরিবর্তে ন্যাটোর সদস্য হিসেবে গোটা প্রতিরক্ষা অক্ষটির শক্তি বাড়াবে ফিনল্যান্ডও।’