ব্যাডমিন্টনের ইতিহাসে অনন্য নজির গড়েছে ভারত। প্রথম বার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছে তারা। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বার ফাইনালে উঠেই এসেছে এই সাফল্য। স্বাভাবিক ভাবেই গোটা দেশ উচ্ছ্বসিত কিদম্বি শ্রীকান্ত, এইচএস প্রণয়, লক্ষ্য সেনদের এই সাফল্যে।

ভারত তথা বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছে টমাস কাপ (Thomas Cup) জয়ের শুভেচ্ছাবার্তা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ইতিহাস তৈরি করল ভারতের ব্যাডমিন্টন দল। টমাস কাপ জেতায় গোটা দেশই উচ্ছ্বসিত। আমাদের দুর্দান্ত দলকে অনেক অভিনন্দন এবং আগামী দিনের প্রতিযোগিতাগুলির জন্যে অনেক শুভেচ্ছা। আগামী দিনে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এই জয়।’

আরও পড়ুন: IPL 2022: চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাসী ঋদ্ধিমান-শামি

পাশাপাশি, টমাস কাপ (Thomas Cup) জয়ে বিরাট কোহলী লিখেছেন, ‘ভারতের ব্যাডমিন্টনে ঐতিহাসিক কৃতিত্ব এবং অনবদ্য মুহূর্ত। টমাস কাপ জেতার জন্য ভারতীয় দলকে অনেক অভিনন্দন।’ এছাড়াও, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর লিখেছেন, ‘ভারতের খেলাধুলোর ইতিহাসে কী অসাধারণ একটা মুহূর্ত — আমরা প্রথম বার টমাস কাপে চ্যাম্পিয়ন হলাম এবং তা-ও আবার সব থেকে সেরা দলকে হারিয়ে! সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে অভিনন্দন। কিছু জিনিস অর্জন করতে দেরি হয়, কিন্তু সেটা যে করা সম্ভব নয়, এটা কাউকে বলতে দেবেন না।’