পশ্চিম মেদিনীপুর জেলার ঐতিহাসিক শহর “মেদিনীপুর”।আর এই ঐতিহাসিক শহর থেকে “যুবভারতী ক্রীড়াঙ্গন” এর দূরত্ব প্রায় ১৩৫-১৪০ কিলোমিটার।কিন্তু তাতে কি এসে যায়,প্রাণপ্রিয় দল “মহামেডান স্পোর্টিং” (Football) যখন ফাইনাল খেলতে মাঠে নামছে,তখন কোনও বাধা বিপত্তিই প্রতিকূলতা তৈরি করতে পারে না।

আজ ভারতবর্ষের অন্যতম প্রাচীন জনপ্রিয় ফুটবল লীগ “আই লীগ” এর ফাইনাল ম্যাচে সল্টলেক যুবভারতী স্টেডিয়াম এ সন্ধ্যা ৭ টায় বাংলার একমাত্র দল হিসাবে “মহামেডান স্পোর্টিং ক্লাব” মুখোমুখি হচ্ছে কেরালার “গোকুলাম কেরালা এফ.সি” এর বিরুদ্ধে (Football)।সেকারণেই মহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমানে একমাত্র অফিসিয়াল ফ্যান ক্লাব “ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব” এর “পশ্চিম মেদিনীপুর জেলা শাখা”র প্রধান কার্যালয় হিসাবে পরিচিত “মহামেডান স্পোর্টিং ক্লাব,মেদিনীপুর” এর অনূর্ধ্ব ১৩ দলের ফুটবলার “সেক আব্দুল মুকিদ” ক্লাবের সিনিয়র দলের ফুটবলার আজহার,আরমান,বাদশা, আমান সহ দাদা দের হাত ধরে সাদা কালো ব্রিগেডের হয়ে গলা ফাটাতে পাড়ি দিল যুবভারতী ক্রীড়াঙ্গনের পথে।

আজকের ফাইনাল মূলত “বাংলা বনাম কেরালা”র লড়াই। আজ “গোকুলাম কেরালা” কে হারাতে পারলে একদিকে যেমন প্রথমবারের মতো আই লীগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করবে রেড রোডের ধারের প্রাচীনতম এই ফুটবল ক্লাবটি,,সেরকমই সদ্য সমাপ্ত “সন্তোষ ট্রফি”র ফাইনালে কেরালার কাছে বাংলা দলের হারের মধুর প্রতিশোধ তুলতে পারবে।বাংলার একমাত্র প্রতিনিধি দল “মহামেডান স্পোর্টিং” এর জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।

আরও পড়ুন : Virat Kohli: বিরাটকে নিয়ে কি বললেন সুনীল গাওস্কার

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours