ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb)।শনিবার রাজ্যপাল এসএন আর্যের কাছে নিজের ইস্তফা পত্র পাঠান। তবে কী কারণে তিনি ইস্তফা দিয়েছেন সেবিষয়ে কিছুই জানা যায়নি।রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পরই এই ঘোষণা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘দল চাইছে ২০২৩ নির্বাচনের আগে সংগঠনের শক্তি বাড়াতে। দীর্ঘ সময় সরকারে থাকার জন্য সংগঠনের শক্তি বাড়ানোর দরকার। সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। তাই দল আমাকে সংগঠনে কাজে লাগাতে চাইছে।’ বিপ্লবের কথায় এদিন কোথাও যেন আক্ষেপের সুর শোনা গেল। তিনি বললেন,’এতদিন প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমি কাজ করে এসেছি। এবার কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছাতেই সংগঠনের কাজ করব।’

মূলত ২০২৩ সালেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে আগে বিপ্লবের ইস্তফা বিজেপির ভাবমূর্তিকে কিছুটা হলেও ধাক্কা দিল। অনেকেই মনে করছেন বিপ্লবের ইস্তফার নেপথ্যে রয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব।

 

আরো পড়ুন:Mamata Banerjee:বাংলা অ্যাকাডেমির বিশেষ পুরস্কার পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী