এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য অ্যাকাডেমি’র বিশেষ পুরষ্কার পাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
ঠিক কী বলেছেন মেদিনীপুরের সাংসদ? আজ, শুক্রবার পূর্ব মেদিনীপুরের এগরাতে প্রাতঃভ্রমণ ও চায় পে চর্চায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। এই বিষয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘আমার তো সন্দেহ হচ্ছে এই ছোট পুরষ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন অপমানিত করা হল? ওঁর তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা, প্রতিভা আছে। বাংলায় এর আগে এমন প্রতিভাবান জন্মায়নি কেউ। পুরষ্কার চালুও করছেন, পুরষ্কার নিজেও পাচ্ছেন। এরা নিজেরাই নেয়, সব পুরষ্কার নিয়ে নিচ্ছে। নিজেদের লোকেদের খুশি করবার জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের পুরষ্কার চালু করেছেন। বাংলার সংস্কৃতিকে যেভাবে অপমান করা হচ্ছে আগে কেউ করেনি। যার দলের নেতারা বলেন যে নোবেল দিয়ে রবীন্দ্রনাথকে অপমান করা হয়েছে, তার কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না।’
উল্লেখ্য,গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন। পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিরলস সাহিত্য সাধনা করেন তিনি। লিখেছেন একাধিক কবিতা, গল্প। তারই স্বীকৃতি দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে । তাঁর লেখা “কবিতা বিতান” বইটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। সোমবার ২৫ বৈশাখের দিন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজিত রবি প্রণাম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নাম এই পুরস্কারের জন্য ঘোষণা করা হয়। আর তারপর থেকেই এই বিষয়টি নিয়ে একাধিক সমালোচনামূলক মন্তব্য উঠে আসছে বিভিন্নমহল থেকে।
আরো পড়ুন:Dilip Ghosh:বউ বাজারের কান্ড নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ