মঙ্গলবার মুখোমুখি হয়েছিল দিল্লি-রাজস্থান। ওই ম্যাচে রেফারি, আম্পায়ারদের বিচারে ম্যাচের সেরা ক্রিকেটার হলেন মিচেল মার্শ (Mitchell Marsh)। রাজস্থানের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
ওইদিন ম্যাচে, শুরুতেই দিল্লির ওপেনার শ্রীকর ভরত আউট হলেও দলের ইনিংসে সেই ধাক্কার প্রভাব পড়তে দিলেন না মার্শ (Mitchell Marsh)। ডেভিড ওয়ার্নারের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে তুললেন ১৪৪ রান। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোনও সমাধান বের করতে পারলেন না রাজস্থানের অভিজ্ঞ বোলাররা। ৬২ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেললেন মার্শ। যুজবেন্দ্র চহালের বলে আউট হওয়ার আগেই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয় নিশ্চিত করে দেন এই অস্ট্রেলীয় ব্যাটার। ৫টি চার এবং ৭টি বিশাল ছয় মেরেছেন তিনি।
আরও পড়ুন: Avesh Khan: আইপিএলের ইতিহাসে নতুন নজির আবেশের
মিচেল মার্শ (Mitchell Marsh) তাঁর দুরন্ত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করার জন্যই ম্যাচ রেফারী, আম্পায়ারদের বিচারে দিল্লি-রাজস্থান ম্যাচের সেরা ক্রিকেটার হলেন।