ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল তৈরি করল ইতিহাস। দীর্ঘ ৪৩ বছর পর টমাস কাপের (Thomas Cup) সেমিফাইনালে উঠল তারা। এমনকি, এই প্রথম বার টমাস কাপে পদক নিশ্চিত করল ভারত। সেমিফাইনালে ওঠায় ব্রোঞ্জ পদক তাদের নিশ্চিত।
যদিও মালয়েশিয়ার বিরুদ্ধে শুরুটা খারাপ হয়েছিল ভারতের। সুত্রের খবর, প্রথম ম্যাচে লি জি জিয়ার কাছে ২১-২৩, ৯-২১ গেমে হেরে যান ভারতের লক্ষ্য সেন। পাশাপাশি, দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেটির জুটি ২১-১৯, ২১-১৫ গেমে হারিয়ে দেন গোহ জে ফেই এবং নুর ইজুদ্দিনের জুটিকে। (Thomas Cup)
আরও পড়ুন: CSK: মুম্বাইয়ের বিরুদ্ধে একশোর গন্ডি ছুঁতে পারল না চেন্নাই
তবে তৃতীয় ম্যাচে ফের ভারতকে এগিয়ে দেন কিদম্বি শ্রীকান্ত। তিনি ২১-১১, ২১-১৭ গেমে হারান এনজি জে ইয়ংকে। চতুর্থ ম্যাচে হারে ভারত। এরপরে ভারতের আশা-ভরসা ছিলেন এইচএস প্রণয়। তিনি জিতলেই সেমিফাইনালে উঠত ভারত। হতাশ করেননি প্রণয়। তিনি ২১-১৩, ২১-৮ গেমে লিয়ং জুন হাও জুটিকে। ফলে টমাস কাপের (Thomas Cup) সেমিফাইনালে পৌঁছল ভারত।