সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)।

 

ঠিক কি লিখেছেন বিরোধী দলনেতা? জানা যায় অমিত শাহকে চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রক ২০১৮ এবং ২০২১ সালে ঘোষণা করে যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন এবং বৌদ্ধরা অনলাইনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। পাকিস্তান থেকে হাজার হাজার হিন্দু ভারতে এসে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। তবে কাজের ধীর গতি এবং জটিল প্রক্রিয়ার জেরে সেই উদ্যোগের সামান্য অগ্রগতি হয়েছে। সেই কারণেই তাঁরা হতাশ হয়ে পাকিস্তানে ফিরে যাচ্ছেন।’

 

এরই পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা অপর একটি চিঠিতে অধীর চৌধুরী তাঁকে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করে নিতে আবেদন করেছেন। চিঠিতে এপ্রসঙ্গে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘সিএএ নামে একটি খারাপ চিন্তাভাবনা সংক্রান্ত আইন পাশের পর দু’বছর কেটে গিয়েছে। এখনও, আপনি এই আইনটির অসাংবিধানিকতার কারণে বাস্তবায়ন করতে সক্ষম হননি। সেই কারণেই পাকিস্তানি হিন্দুরা এদেশে নাগরিকত্বের আশায় এসেও হতাশ হয়ে ফের পাকিস্তানে ফিরে যাচ্ছেন। এই কঠোর আইনটি কার্যকর করা যায় না। কারণ এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে তৈরি হওয়া একটি আইন। এটি আমাদের সাংবিধানিক মৌলিক নীতির পরিপন্থী।’

 

আরো পড়ুন:Adhir Chowdhury:বহরমপুরে ‘এমার্জেন্সি রেসপন্স সিস্টেম’ চালুর প্রস্তাব জানান অধীর চৌধুরী