বিস্মিত রবি শাস্ত্রী (Ravi Shastri)! কিন্তু কেন? কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ বাছাই দেখে বিস্মিত তিনি। দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে প্রথম একাদশের বাইরে রেখে কলকাতার পর পর চারটি ম্যাচ খেলা নিয়ে নিজের বিস্ময় গোপন করেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ।

সুত্রের খবর, শাস্ত্রী (Ravi Shastri) এবিষয়ে বলেছেন, ‘‘কামিন্সের কথা মনে পড়ায় কেকেআর-কে ধন্যবাদ। চার-পাঁচটা ম্যাচে অতিরিক্ত খেলোয়াড়দের জায়গায় বসে কামিন্স কী করছিল জানি না। ও এখন বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এমন ক্রিকেটারকে কেউ বসিয়ে রাখে!’’

আরও পড়ুন: Ravi Shastri: কলকাতার এক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন শাস্ত্রী ‌

বর্তমানে আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন শাস্ত্রী (Ravi Sastri)। তাঁর মতে, কামিন্সের মতো সেরা মানের ক্রিকেটারকে বসিয়ে রাখার কোনও মানেই হয় না। কেকেআর-এর এই সিদ্ধান্ত পছন্দ হয়নি শাস্ত্রীর।