গুজরাত টাইটান্সের কাছে হেরেছে কেএল রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টস। ফলে হারের জন্য এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি লখনউ সুপার জায়ান্টসের। হার্দিক পাণ্ড্যদের কাছে ব্যাটিং ব্যর্থতার জেরে হারতে হয়েছে রাহুলদের।
সুত্রের খবর, ম্যাচ শেষে রাহুল (KL Rahul) বলেন, ‘‘এই হারে আমি হতাশ। তাই বলে বসে বসে বেশি ভাবতে যাব না। কারণ তাতে অনেক সময় নষ্ট হয়। তার চেয়ে পরের ম্যাচে মাঠে নেমে জেতার চেষ্টা করব। দলের ক্রিকেটারদের বলেছি, মাথা ঠান্ডা রেখে পরের ম্যাচের কথা ভাবতে।’’
আরও পড়ুন: Ravi Shastri: কলকাতার এক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন শাস্ত্রী
পাশাপাশি, রাহুল (KL Rahul) বলেন, ‘‘উইকেট খুব সহজ ছিল না। গত ২-৩ ম্যাচে আমরা এই মাঠে এমন পিচই দেখেছি। লক্ষ্য কম থাকলেও আমরা জানতাম ব্যাট করা সহজ হবে না। আমরা খুব ভাল বল করেছি। কিন্তু ভাল ব্যাট করতে পারিনি। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খারাপ পরিস্থিতি থেকে জেতা শিখতে হবে আমাদের। এ ভাবে ম্যাচ হারলে চলবে না।’’