আজ সকাল নটা থেকে এনডিআরএফ টিম নেমেছে দিঘাতে। ২৫ জনের একটি দল নিউ দীঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত সিবিজ বরাবর রুটমার্চ করছে। চালানো হচ্ছে মাইকিং। আজ দিঘাতে পর্যটক এর ভিড় রয়েছে। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়োগ করা হয়েছে সিভিল ডিফেন্স লুলিয়া ডিজাস্টার ম্যানেজমেন্ট এর লোকজনকে।

পুলিশ ও সর্তকতা জারি করে মাইকিং চালাচ্ছে। রামনগর ব্লক প্রশাসন পঞ্চায়েত পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে তদারকি করছে বাঁধ মেরামতি তে। সকাল থেকে মেঘলা আকাশ কখনো রোদ দু-এক পশলা বৃষ্টি ঝরছে দীঘা সহ উপকূল জুড়ে। হাওয়া বইছে মাঝেমধ্যে। সমুদ্র ফুঁসতে শুরু করেছে। মন্দারমনি তাজপুর পর্যটন কেন্দ্রগুলোতেও একই ভাবে নজরদারি চলছে।

আরও পড়ুন : Asani: কোন দিকে বাঁক নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’? জেনে নিন

By Sk Rahul

Senior Editor of Newz24hours