বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) বেশ কিছুদিন আগেই টুইট করে বাংলার মানুষের মনে জয়ের বার্তা দিয়েছিলেন। ফের টুইট করলেন তিনি।কিন্তু এবার তার পোস্ট ঘিরে শুরু হল কৌতূহল। পঁচিশে বৈশাখে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে কবির লেখার একটি গানের লাইন পোস্ট করেছেন তিনি। সেই পোস্টের মধ্যে একদিকে যেমন ‘‌ক্লান্তি’‌র কথা রয়েছে, তেমনি ‘‌ছুটি’‌ চাওয়ার কথাও রয়েছে।

 

ঠিক কী লিখেছেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)?‌ নতুন পোস্টে কবিগুরুর লেখা একটি গানের লাইন উদ্ধৃত করে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র লিখেছেন, ‘‌ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু।’‌ গানটির সঙ্গে করা পোস্টে রবীন্দ্রনাথের ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘‌মাগো আমায় ছুটি দিতে বল।’‌ জিতেন্দ্রর এই ধরনের পোস্টকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

 

মূলত জিতেন্দ্রর এই ধরনের পোস্টকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কী বিজেপি থেকে ছুটি চাইছেন তিনি। তাঁর পোস্টে ক্লান্তির কথাই বা আসছে কেন?‌ যদিও তাঁর এই পোস্টকে গুরুত্ব দিতে চাননি জিতেন্দ্র নিজেই।

 

আরো পড়ুন:Subhendu : নন্দীগ্রামের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জিততে না পারার ব্যবস্থা করছেন শুভেন্দু