রাজ্য অ্যাথলেটিক্স মিটের শেষ দিনে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম হলেন পূর্ব রেলের হিমাশ্রী রায় (Himashree Roy)। যা আয়োজিত হয়ছছিল সল্টলেক সাইয়ের মাঠে। জলপাইগুড়ির মেয়ে হিমাশ্রী জাতীয় রিলে দলের সদস্য ছিলেন। এ দিন তিনি রাজ্য মিটে তাঁর নিজের রেকর্ড (১১.৬ সেকেন্ড) ভেঙে গড়লেন নতুন রেকর্ড (১১.৩ সেকেন্ড)।

সুত্রের খবর, সোনা জিতে হিমাশ্রীর (Himashree Roy) প্রতিক্রিয়া, ‘‘গত বছর করোনা সংক্রমণের জন্য টোকিয়ো অলিম্পিক্সে যেতে পারেনি ভারতীয় রিলে দল। তার আগে ২০১৬ সালে রিয়ো অলিম্পিক্সে অল্পের জন্য যেতে পারিনি। এ বার এশিয়ান গেমসও সেই করোনা সংক্রমণের কারণে পিছিয়ে গিয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পদক আনতে আগামী বছর এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি।’’

আরও পড়ুন: Sunil Chhetri: প্রস্তুতির জন্য কলকাতায় আজ সুনীলরা

অন্যদিকে, পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা পেয়েছেন মোহনবাগানের সফিকুল মন্ডল। তিনিই হয়েছেন এ বারের দ্রুততম মানব তিনি সময় করেন ১০.৫ সেকেন্ড। এ দিন, মোহনবাগানকে পিছনে ফেলে শীর্ষ স্থানে শেষ করল ইস্টবেঙ্গল। তাদের পয়েন্ট ৩৪৯। দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান এসি-র পয়েন্ট ২৮৬।