ঘূর্ণিঝড় (Cyclone) অশনির আগাম সতর্কতা হিসেবে পূর্ব উপকূল এলাকা জুড়ে কড়া নজরদারি চালানো হলো। এদিন বিভিন্ন ঘাট গুলিতে লুলিয়া ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতি কর্মীদের নিয়োগ করা হয়েছে। এদিন পর্যটন শহর দীঘায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পর্যটকের দল এবং জোয়ারের সময় অনেকেই নেমে পড়েন স্নান করতে।

নুরী আরা কার্যত জোরপূর্বক ওদেরকে তুলে দেয় এবং পর্যটকদের তুলতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পর্যটক এর সঙ্গে। প্রসঙ্গত অসমের আগাম সর্তকতা হিসেবে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে। এদিন নজরদারি আরও তৎপর করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন : Cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ক্ষয়ক্ষতি এড়াতে কতটা প্রস্তুত পশ্চিমবঙ্গ?

By Sk Rahul

Senior Editor of Newz24hours