কয়লা পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।এবার সেই ঘটনাকে কেন্দ্র করে রুজিরাকে তীব্র ভাষায় কটাক্ষ করল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
রুজিরা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, ‘এর আগেও ওনাকে ডেকেছেন। ইডির তদন্তে সহযোগিতা করেননি বলেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওনার উচিত্ গিয়ে দেখা করা। কিছু না করে থাকলে ভয়ের কী আছে। একজনকে ইডি-সিবিআই ডাকছে। আর ইডি ডাকছে মানে কেউ চোর, এমনটা মনে করার কারণ নেই। তবে তিনি এই কাজে যুক্ত কিনা, সেই কারণেই হয়তো ডাকছে। এমনতো যেকোনও লোককেই ডাকতে পারে। আমাদেরও ডাকতে পারে সন্দেহ হলে।’
অপরদিকে, রুজিরা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই তৃণমূলের তরফে বলা হচ্ছে গোটা বিষয়টাই প্রতিহিংসার রাজনীতি। যদিও সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘প্রতিহিংসা কোথায় হচ্ছে, সেতো বোঝাই যাচ্ছে। যেখানে সেখানে মৃতদেহ পড়ে রয়েছে। যাকে তাঁকে নমেরে ঝুলি দেওয়া হচ্ছে। কাউকে চিঠি দিলে রাজনৈতিক প্রতিহিংসা হয়, জানা নেই। তবে যারা প্রতিহিংসা নিয়ে চিন্তা করে, তাঁদের মনে এই সব আসে।’
আরো পড়ুন:Dilip Ghosh:যার শিরদাঁড়া নেই, তার বাঁকবে কী? কার প্রসঙ্গে এমন উক্তি দিলীপের