পুনরায় প্রথম বলে আউট বিরাট কোহলী (Virat Kohli)। এবারের আইপিএলেই এই নিয়ে তিন বার এমন কাণ্ড ঘটল। ২০০৮ সাল থেকে ২০২১ পর্যন্ত ১৪ বারের আইপিএলে তিন বার প্রথম বলে আউট হয়েছিলেন বিরাট। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় ‘গোল্ডেন ডাক’।
সুত্রের খবর, রবিবার জগদীশ সুচিথের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন বিরাট (Virat Kohli)। এ বারের আইপিএলে প্রথম বার কোনও বাঁহাতি স্পিনারের বলে আউট হলেন তিনি। এত দিন ডানহাতি, বাঁহাতি পেসার বা ডানহাতি স্পিনাররা বিরাটের উইকেট নিচ্ছিলেন। রবিবার এক বাঁহাতি স্পিনারের বলেও ব্যর্থ হলেন বিরাট।
আরও পড়ুন: Chris Gayle: আবার ও আইপিএলে ফিরতে চান ক্রিস গেল!
এই আইপিএলের মরসুমে ব্যাটিংয়ের দিকে বেশি নজর দেবেন বলে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট (Virat Kohli)। কিন্তু এ বারের আইপিএলে ১২টি ম্যাচ খেলে বিরাটের সংগ্রহ ২১৬ রান। গড় ১৯.৬৪। মাত্র একটি অর্ধশতরান করেছেন। ভারতের হয়েও ব্যাট হাতে ছন্দে নেই বিরাট।