করোনা সংক্রমণের জেরে স্থগিত রাখা হয়েছে এ বছরের এশিয়ান গেমস। আর এই খবরে হতাশ ভারতীয় হকি দল (Indian Hockey)। যদিও আত্মবিশ্বাস হারাচ্ছেন না হকি খেলোয়াড়েরা।

ভারতীয় হকি (Indian Hockey) দল টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছে। স্বাভাবিকভাবেই খেলোয়ারদের মধ্যে আছে টানটান উত্তেজনা। সুত্রের খবর, ভারতীয় দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ বলেছেন, ‘‘এটা খুবই হতাশার। কিন্তু চিনের বর্তমান করোনা পরিস্থিতি দেখে আমরাও বোধ হয় এমনই আশঙ্কা করছিলাম। আমরা ইতিবাচক ভাবেই দেখতে চাইছি। স্থগিত হয়ে যাওয়ায় আমরা এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য আরও বেশি সময় পাব।’’

আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলীর বাড়িতে নৈশভোজ সারলেন অমিত শাহ

পাশাপাশি ভারতীয় হকি (Indian Hockey) দলের গোলরক্ষক জানান, ‘‘স্থগিত হয়ে যাওয়া গেমস (টোকিয়ো অলিম্পিক্স) খেলার অভিজ্ঞতা আমাদের আগেই হয়েছে। আমরা জানি কী ভাবে ছন্দ ধরে রাখতে হয়। এ বার আরও বেশি সুবিধা হবে। কারণ পর পর প্রচুর প্রতিযোগিতা রয়েছে এ বার। যেমন এশিয়া কাপ। প্রো লিগের ম্যাচ রয়েছে। পরের বছর কমনওয়েলথ গেমস এবং বিশ্বকাপ রয়েছে।’’