বৃহস্পতিবারের ম্যাচে বন্ধু তথা প্রাক্তন সতীর্থকে দেখেই ছুটে যান ডেভিড ওয়ার্নার (David Warner)। জড়িয়ে ধরলেন তাঁকে। এমনকি তুলে নেন নিজস্বীও। ওইদিন এ ভাবেই সৌহার্দ্য দেখা গেল ওয়ার্নার এবং কেন উইলিয়ামসনের মধ্যে।

গত মরসুমেও ওয়ার্নার (David Warner) এবং কেন একই দলে ছিলেন। তবে এ বার দল বদলে গিয়েছে। কিন্তু সম্পর্ক বদলায়নি। সুত্রের খবর, ম্যাচের পর ওয়ার্নার বলেন, “আমার কোনও বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন নেই। আমরা সকলেই দেখেছি অতীতে কী হয়েছে। কিন্তু এটা আরও একটা ভাল জয় ছাড়া কিছু নয়।”

আরও পড়ুন: Indian Hockey: হঠাৎই হতাশা ভারতীয় হকি দলে

পাশাপাশি, ওয়ার্নার (David Warner) আরও বলেন, “শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম পাওয়েলকে সাহায্য করার জন্য। দ্রুত রান তোলার চেষ্টা করাটা আমার কাছে বিশেষ কিছু নয়। কিন্তু পাওয়েল সোজা ব্যাটে বড় শট খেলছিল। হায়দরাবাদকে বাধ্য করেছিল ফিল্ডারদের দূরে সরিয়ে দিতে। অন্য দিনের মতোই খেলছিলাম। ও একটা ছয় মারল ১১৭ মিটারের! নিজেকে বুড়ো মনে হচ্ছিল। আমাকে জিমে আরও সময় কাটাতে হবে। আমি তো মাত্র ৮৫ মিটার দূরে মারতে পেরেছি। আশা করি অন্তত একটা ১০০ মিটারের ছয় মারতে পারব কোনও একটা ম্যাচে।”