প্রায় দুবছর পর স্কুলের দুয়ারে আবারও ছাত্র ছাত্রীরা প্রবেশ করতে পারছিল।কিন্তু তার মধ্যে আবারও স্কুলে গরমের ছুটি নিয়ে ফের রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?
জানা যায় শুক্রবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ যান তিনি।আর সেইখানেই বেসরকারি স্কুলে গরমের ছুটি থেকে কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী সহ শাসকদলকে একহাত নেন খড়গপুরের সাংসদ।সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ”উনি শিক্ষাব্যবস্থা চালাতে পারছেন না। যাঁরা চালাচ্ছেন, উনি তাঁদেরও চালাতে দিচ্ছেন না। উনি চাইছেন, বাংলার সবাই অশিক্ষিত হোন। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা বেসরকারি স্কুলে ছেলে-মেয়েদের পড়ান। যাঁরা দু’বছর বেতন দিয়ে গিয়েছেন। এখন স্কুল বন্ধ করার কোনও কারণই নেই”।আবার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়েই কাটমানির অভিযোগ তোলেন দিলীপ । আলুর দাম নিয়ে শাসকদলের প্রতি তাঁর কটাক্ষ, ”পেট্রোলের দাম বিশ্বব্যাপী বাড়ছে। আলুর চাষ তো হুগলিতে প্রচুর হওয়ার পরেও দাম বাড়ছে। কে কাটমানি খাচ্ছে উত্তর দিন”।এরপরই নারদা,সারদা দুর্নীতি প্রসঙ্গ টেনে বিজেপি নেতা বলেন, ”নারদা-সারদার টাকায় যে পার্টি দাঁড় করানো হয়েছে, সেখানে এই কথা বলে কী হবে? এখন সরকার কোনও পেমেন্ট করছে না। যাঁরা টাকা দিয়ে টিকিট কিনেছিল, তারাও এখন কাটমানি পাচ্ছেন না। এখন মানুষকে ভয় দেখিয়ে টাকা তুলছেন”।এছাড়াও অমিত শাহের সৌরভের বাড়ি যাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমাদের কাছে খবর নেই, উনি যদি যান ব্যক্তিগত ভাবে যাবেন। সমাজের কী কী প্রয়োজন সেটা জানতেই উনি যাবেন, বিশিষ্টদের সঙ্গে কথা বলা, দলের এটাই পরম্পরা।”
পাশাপাশি অমিত শাহের উত্তরবঙ্গ সফর নিয়ে তার বক্তব্য,-“উত্তরবঙ্গে নির্বাচনের আগে যে পরিবেশ ছিল, কাল সেটাই আবার দেখা গেছে। দক্ষিণবঙ্গে অত্যাচার অনেক বেশি হয়েছে। উত্তরবঙ্গের মানুষ আগেও এর বিরুদ্ধে ভোট দিয়েছেন।আমরা গোটা বাংলার সার্বিক উন্নয়ন করতে চাই। যারা উন্নয়ন মডেল বোঝেন না তারাই বিচ্ছিন্নতাবাদী বলেন”।সর্বশেষে বাবুলের টুইট প্রসঙ্গ উঠতেই তার মন্তব্য,-“যার শিরদাঁড়া নেই, তার বাঁকবে কী?”।
আরো পড়ুন:Dilip Ghosh:গরমের ছুটি নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ ঘোষ