কায়রন পোলার্ড আইপিএল চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। অথচ কয়েক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই পরিস্থিতিতে নিকোলাস পুরানকে (Nicholas Pooran) সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।

এক নির্দিষ্ট আলোচনার পর পুরানের (Nicholas Pooran) হাতেই নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক দিনের এবং টি টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন পুরান। পোলার্ড অধিনায়ক থাকার সময় গত এক বছর তিনিই ছিলেন তাঁর সহ অধিনায়ক।

আরও পড়ুন: Sanju Samson: কলকাতার কাছে হেরে কি বললেন সঞ্জু স্যামসন

দায়িত্ব পেয়ে পুরান (Nicholas Pooran) বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে সত্যিই গর্ব অনুভব করছি। বহু কিংবদন্তি ক্রিকেটারের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুবিশাল ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করব। ক্যারিবিয়ান সমাজেও এই পদকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। ক্রিকেট এমন একটা শক্তি যা সমস্ত ওয়েস্ট ইন্ডিয়ানকে এক সঙ্গে বেঁধে রাখে। এটা আমার ক্রিকেট জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দলকে সাধ্যমতো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব।’’