কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়ায় মহিলাদের ফুটবল প্রতিযোগিতায় সোনা জিতল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। এ বারই প্রথম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) সোনার সাফল্য। বেঙ্গালুরুতে জৈন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২৪শে এপ্রিল থেকে শুরু হয়েছিল প্রতিযোগিতা। মোট আটটি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নিয়েছিল। সোমবার ফাইনালে গুরু নানকদেব বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সোনা জিতেছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবলাররা।
আরও পড়ুন: Kuldeep Yadav: কুলদীপকে নিয়ে কি জানালেন তাঁর কোচ?
জয়ের উচ্ছাসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এই সাফল্যে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।