আইপিএলের গত মরসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বেঙ্কটেশ আয়ার (Venkatesh Iyer)। কিন্তু এ বছর আইপিএলে চেনা ছন্দের ধারে কাছেও নেই তিনি। নয়টি ম্যাচ খেলে করেছেন মাত্র ১৩২ রান। ফলে শেষ পর্যন্ত তাঁর উপর আস্থা হারাল দল।

কলকাতা নাইট রাইডার্স আট কোটি টাকায় বেঙ্কটেশকে (Venkatesh Iyer) কিনেছিল। কিন্তু একের পর এক ম্যাচে খারাপ পারফরম্যান্সের জেরে তাঁকে শেষ পর্যন্ত প্রথম একাদশ থেকে বাদ দিল কলকাতা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫০ রান ছাড়া কোনও ম্যাচেই একপ্রকার বলার মতো রান নেই বেঙ্কটেশের। এ বারের আইপিএলে তাঁর দ্বিতীয় সর্বোচ্চ রান দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে করা ১৮। শেষ চার ম্যাচে মাত্র ২৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

আরও পড়ুন: CSK : হায়দ্রাবাদের বিরুদ্ধে ধোনির অধিনায়কত্বে দুর্ধর্ষ জয়লাভ চেন্নাইয়ের

একপ্রকার কোনও ব্যাটিং পজিশনেই খেলতে পারছিলেন না বেঙ্কটেশ (Venkatesh Iyer)। এমনকি তাঁকে দলে রাখা নিয়েও প্রশ্ন উঠতেও শুরু করেছিল। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তাঁকে বাদ দিয়েই প্রথম একাদশ বেছে নিল কলকাতা। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার অনুকূল রায়কে।