আইপিএলের এই মরসুমেই আবির্ভাব হয়েছে লখনউ সুপার জায়ান্টসের। আর আবির্ভাবেই চমকে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। একের পর এক ম্যাচে জিতে চলেছে তারা। আর সেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল (KL Rahul)। গত ম্যাচেই অর্ধশতরান করেছেন তিনি। তবে অধিনায়ক রাহুলই সম্প্রতি নিজের ভয়ের কথা প্রকাশ্যে আনলেন। জানালেন, দলের এক জোরে বোলারকেই অনুশীলনে খেলতে ভয় পান তিনি।
আর সেই জোরে বোলারের নাম জানান রাহুল (KL Rahul)। তিনি হলেন তরুণ মহসিন খান। প্রতি ম্যাচেই দুরন্ত বল করে যিনি চমকে দিচ্ছেন। ভারতের পেস-আকাশে নতুন তারকা হয়ে উঠেছেন মহসিন।
আরও পড়ুন: Venkatesh Iyer: বেঙ্কটেশ আয়ারকে শেষ পর্যন্ত ছেঁটেই ফেলল কলকাতা
সুত্রের খবর, রাহুল (KL Rahul) তাঁর প্রসঙ্গে বলেছেন, “অসাধারণ বোলিং করতে পারে ও। মাসখানেক আগেই নেটে ওর বিরুদ্ধে খেলেছিলাম। তার পর থেকেই আর ওর বিরুদ্ধে খেলতে চাই না। সত্যি বলতে, নেটেও এত তীক্ষ্ণ, এত ভয়ঙ্কর বল করে যে খেলতে পারা যায় না। শুধু গতি নয়, মাথাও দুর্দান্ত ভাবে কাজে লাগায় ও। দক্ষতাও রয়েছে। স্লোয়ার বলও করতে পারে প্রয়োজন মতো।”