“৫০০ টাকার লোভে যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, আজ তারাই বেশি আক্রান্ত”, সাতসকালে বিস্ফোরক মূলক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বারবার রাজ্যে সরকারকে বিস্ফোরক মন্তব্য করার শিরোনামে যার নাম উঠে এসেছে তিনি হলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।তেমন সোমবার সকালেও সমান দৃশ্য দেখা গেলো।ঝড়-বৃষ্টি শেষে ফুরফুরে মনে তৃণমূলকে একেবারে জোরালো তোপ দেগে ঘাসফুল শিবিরে পারদ চড়িয়ে দেন তিনি। এদিন তিনি বলেন, – “যারা ৫০০ টাকার জন্য প্রলুব্ধ হয়েছিলেন, যাদের বলা হয়েছিল দুয়ারে রেশন কিংবা অন্য কোনও ভাতার প্রলোভন দেখানো হয়েছিল, সেই অতি সাধারণ মানুষগুলিই আজকে সবচেয়ে বেশি আক্রান্ত।”এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ” গত এক বছর রাজ্যের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কময় বছর।

নিউটাউনে প্রাতঃভ্রমণের পর কাশীপুর সর্বমঙ্গলা ঘাটে তর্পণ করেন দিলীপ। সঙ্গে ছিলেন কল্যাণ চৌবে।তিনি বলেন, “গত একটা বছর পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাস একটা কলঙ্কময় বছর। যাঁরা বলেছিলেন যে, মানুষ আমাদের ভোট দিয়েছেন, তাঁরাই আজকে মানুষকে এত কষ্ট দিচ্ছেন। মানুষ হাহাকার করছেন। অতি সাধারণ মানুষ আজ অত্যাচারিত।এক বছরও যায়নি, একটা ফুল মেজরিটি সরকার কী করে ধীরে ধীরে মানুষ থেকে সরে যাচ্ছে, মানুষ হাহাকার করছে! একটা বছর গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কময় বছর হয়ে থাকল।”শাসকদলকে বিঁধে দিলীপ ঘোষের কটাক্ষ, “যাদের নিজেদের পা শক্ত নেই, তারা অন্যকে কী করে উপড়ে ফেলবে। সরকার এত দিন চলল, তবে তার শেকড়ই হল না।কিছু বিশেষ টাইপের লোক আছে, যারা দলের হয়ে টাকা কামিয়ে দেবে। এরকম লোকদের নিয়ে সরকার চলেছে। এই দল তো গণতন্ত্রেরই ধার ধারে না।”

 

আরো পড়ুন:Dilip Ghosh:গৌতম আদানির শিল্প সম্মেলনে যোগ দেওয়ার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপের