মে মাসের প্রথমেই বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। আর এবারে বাড়ল বিমানের জ্বালানি এটিএফ- এর দাম। চলতি বছরে এই নিয়ে একটানা ৯ বার বাড়লো জ্বালানির দাম। সম্প্রতি বিমান জ্বালানি এটিএফ(ATF Price Hike)- এর দাম বাড়লো ৩.২২%। ফলে এরপর থেকে কলকাতায় এক কিলোলিটার জ্বালানির দাম হবে ১,২১,৪৩০.৪৮ টাকা।

রেকর্ড হারে বিমান জ্বালানি এটিএফ(ATF Price Hike) -এর দাম বৃদ্ধি পেয়েছে কলকাতায়। এর কারণ হিসেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা দাবি করেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানির চড়া দামের প্রভাবই পড়ছে দেশে। অনেকেরই বক্তব্য এইভাবে চলতি বছরে একটানা ৯ বার বিমান জ্বালানির দাম বাড়ায় সমস্যায় পড়ছে বিমান সংস্থাগুলি। কারণ বিমানসংস্থার খরচের ৪০ শতাংশই হয় জ্বালানি খাতে। অনেকেই মনে করছেন বিমান জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব বিমান ভাড়ার উপরে পড়তে পারে।

গতকাল শিল্পমহলের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার পরে এপ্রিলে এটিএফের বিক্রি বাড়লেও চড়া দামের কারণে গত মাসেই তেলের বিক্রি বৃদ্ধি ধাক্কা খেয়েছে দেশে। শুধু বিমান জ্বালানি এটিএফ(ATF Price Hike)- এর মূল্যবৃদ্ধিই নয়, পাশাপাশি ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারেরও দাম বেড়েছে। ফলে বিমানে যাত্রা থেকে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া সব ক্ষেত্রেই যে মধ্যবিত্তদের খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তা একপ্রকার নিশ্চিত।