আর বিজেপি করব না। মোহভঙ্গ হয়েছে। বিজেপি নেতাদের এমনি কথা ইমেল করে জানিয়ে দিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।এই অভিযোগ তুলে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ট্যাগ করে ট্যুইট করলেন গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় (Riddhi Banerjee)।

তাঁর দাবি, বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ঋদ্ধি বলেন, ‘২০২০-২১ সালে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিল।মানুষের সেবা করার উদ্দেশ্যে রাজনীতিতে এসেছিলাম। এখন রাজনীতি থেকে দূরে থাকতে চাই।’ দলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার বিশেষ আমন্ত্রিত কমিটির তালিকায় ঋদ্ধিকে জায়গা দিয়েছিল বিজেপি।কিন্তু তা নিয়ে তাঁর সম্মতি নেওয়া হয়নি বলে দাবি করেন গায়িকা। যা নিয়ে বিজেপি নেতৃত্বের প্রতি নিজের ক্ষোভ উগরে দেন তিনি।

ঋদ্ধি ইমেলে বলেন, ‘আমি অবাক হয়েছি দেখে যে, কেউ আমার সম্মতি না নিয়েই কমিটিতে রেখেছে।এমনকি বিজেপির রাজ্য অফিসও এ নিয়ে আমাকে অবহিত করেনি।’ এর সাথে বিজেপি নেতৃত্বকে ওই পদ থেকে নিজের নাম মুছে দেওয়ার অনুরোধ করেন ঋদ্ধি।

 

আরো পড়ুন:BJP:বিস্ফোরক অভিযোগ তুলে ফের বিজেপিতে পদত্যাগের ঢল