মে দিবসের সকালে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) একটি ফেসবুক পোস্ট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
ফেসবুক পোস্টে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, ‘গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যেটা ছিল সেটাই নিষ্কলুষ।ধান্দাবাজ বিহীন অকৃত্রিম প্রকৃত তৃণমূল। তারপর তো বন্যা এল, গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার। তবু একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পেছনের সারিতে থাকবেন, সেটাও বিশ্বাস করে করে দলের কর্মীরা’।
দেবাংশু আর এই মন্তব্যের পরই তৃণমূলের অন্দরমহলে জোর জল্পনা শুরু হয়েছে। তা বলতে অপেক্ষা রাখে না। এই পোস্টটির পর বিতর্ক শুরু হতেই নিজের ফেসবুক থেকে এই পোস্টটি ডিলিট করে দেন দেবাংশু। এবং শেষে তিনি লেখেন, ‘শেষ শব্দের অর্থ হয়তো ঠিকঠাক বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে। তাই পোস্ট ডিলিট করলাম। কর্মীরাই দলের সম্পদ। সবাইকে নিয়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস শৃংখলাবদ্ধ দল। দলের সিদ্ধান্তের ওপর ভরসা রাখতে হবে। এই দলে কর্মীদের স্বার্থ সবার আগে দেখা হয়। কারণ এই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’।
আরো পড়ুন:Kolkata:লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতা রাজপথে তৃণমূল কর্মী