রাশিয়া-ইউক্রেন এর যুদ্ধ চলাকালীন প্রবল শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে দৃঢ় মনোবল নিয়ে যুদ্ধ চালিয়ে গেছেন ভলোদিমির জেলেনস্কি। শক্তিশালী বিরোধীর কাছে একবারও আত্মসমর্পণ করেননি দৃঢ়চেতা জেলেনস্কি। নিজের স্বামীর বিষয়ে এমনটাই বললেন জেলেনস্কির স্ত্রী ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা(Olena Zelenska)।
এক পোলিশ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে নিজের স্বামীর বিষয়ে মনের কথা খুলে বলেছেন তিনি। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন গত ২৪ শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পরে পাল্টা জেলেনস্কির নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে প্রত্যাখ্যানে ইউক্রেনীয় ফৌজ। ওলেনা জেলেনস্কা(Olena Zelenska) জানিয়েছেন, ‘২৪ ফেব্রুয়ারি যখন আমার ঘুম ভাঙল দেখি আমার স্বামী ততক্ষণে তৈরি হয়ে গিয়েছেন। তিনি সহজ গলায় আমায় বললেন, ‘ওটা শুরু হয়ে গিয়েছে।’ এরপরই তিনি কিয়েভের অফিসের উদ্দেশে বেরিয়ে যান।’
২৪শে ফেব্রুয়ারি থেকেই স্বামীকে সামনাসামনি আর দেখেননি ওলেনা(Olena Zelenska)। তিনি জানান,’গত ২৪ ফেব্রুয়ারি থেকে আমি আমার স্বামীকে সেইভাবেই দেখতে পেয়েছি যেভাবে আপনারা দেখেছেন। টিভিতে এবং ভিডিও রেকর্ডিংয়ে তাঁর বক্তৃতায়।’
পোলিশ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ওলেনা জানান এই মুহূর্তে দুই সন্তান নিয়ে নিরাপদ স্থানে রয়েছেন তিনি। তবে কোন স্থানে রয়েছেন তা নিয়ে অবশ্য মুখ খোলেননি ওলেনা। স্বামীর প্রশংসায় পঞ্চমুখ ওলেনা জেলেনস্কা। তার মতে প্রাক্তন কৌতুক অভিনেতা থেকে দেশের প্রধান হয় যেভাবে যুদ্ধ পরিস্থিতিতে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তার স্বামী তা অতুলনীয়।
ওলেনা জানান, ‘যুদ্ধ ওঁকে বদলাতে পারেনি। তিনি সব সময়ই এমন একজন মানুষ, যাঁকে ভরসা করা যায়। এমন একজন মানুষ যিনি কখনও ব্যর্থ হন না। যিনি শেষ পর্যন্ত লড়েন। এটা এবার গোটা বিশ্বের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে।’