আইনের উর্ধ্বে কেউ নয়, কোনও অপরাধীই পালাতে পারবে না- শনিবার, পৈলানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি কার্যালয়ের উদ্বোধনে এই বার্তাই দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

 

জানা যায় শনিবার পৈলানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার নিজস্ব ভবন উদ্বোধন করেন সাংসদ। সেই উদ্বোধনের মঞ্চ থেকেই ডায়মন্ড হারবার প্রশাসনের প্রশংসা করেন তিনি। বলেন, ‘ডায়মন্ড হারবারের নামের মধ্যেই ডায়মন্ড রয়েছে। গোখলে একসময় বলেছিলেন, আজ বাংলা যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে। আজ ডায়মন্ড হারবার যা ভাবে, গোটা বাংলা কাল তাই ভাবে।’ এর পরই বহুচর্চিত ‘ডায়মন্ড মডেল’ প্রসঙ্গও টেনে আনেন তিনি। একইসঙ্গে অভিষেক মনে করিয়ে দিয়েছেন, ‘করোনা এখনও চলে যায়নি। যে কোনও সময় করোনার ঢেউ আসতে পারে। তাই মাস্ক পরুন। মানুষ সচেতন থাকুন। আপনাদের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়।’

 

এদিকে মুখ্যমন্ত্রীর সুরেই এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) পুলিশ প্রশাসনকে সাহায্য করার জন্য সংবাদমাধ্যমের কাছে অনুরোধ জানান। সেখানেই তিনি বলেন, ‘পুলিশ প্রশাসনকে কখনওই কালিমালিপ্ত হতে দেব না। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে।’ পুলিশ-প্রশাসনকে তাঁর পরামর্শ, ‘দরকার হলে মিডিয়া সেল খুলুন। মিডিয়ার সাহায্য নিন।’ সংবাদমাধ্যমকে সাংসদের বার্তা, ‘কোনও খবর পেলে পুলিশ প্রশাসনকে জানান। সঠিক খবরের জন্য পুরস্কার প্রদান করা হবে।’রাজ্য প্রশাসনের প্রশংসা করে অভিষেক বলেন, ‘দেশের অন্যান্য রাজ্যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করলে রাজ্য প্রশাসন ব্যবস্থা নেয় না। এরাজ্যে ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়। সুন্দরবন থেকে কোচবিহার কোথাও পালিয়ে এ রাজ্যে রেহাই নেই দুষ্কৃতীদের।’

 

আরো পড়ুন:Diamond Harbour Football Club: কলকাতা লিগের প্রথম ডিভিশনেই খেলবে অভিষেকের ক্লাব